World

চিন থেকে ফিরেছেন শুনেই রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দেওয়া হল দম্পতিকে

চিন থেকে ফিরেছেন কয়েক ঘণ্টা হয়েছে। খিদেও পেয়েছে। তাই এক দম্পতি ঢুকেছিলেন রেস্তোরাঁয়। সেখানে খাবারের অর্ডারও দেন তাঁরা। কিন্তু তাঁদের কথাবার্তায় প্রকাশ পায় যে তাঁরা চিন থেকে সবে ফিরেছেন। একথা কানে যেতেই সোজা বেরিয়ে আসেন রেস্তোরাঁর মালিক। তারপর বিনা বাক্যব্যয়ে ওই দম্পতিকে কড়া গলায় রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলেন। এতটাই খারাপ স্বরে তাঁদের একথা বলা হয় যে ওই দম্পতি অসম্মানিত বোধ করেন।

এদিকে রেস্তোরাঁর মালিকের কথা শুনে ওখানে থাকা আর একজন ব্যক্তিও সুরে সুর মেলান। রেস্তোরাঁ মালিক খারাপ ব্যবহার শুরু করে ওই দম্পতিকে বলেন, তাঁদের উচিত ছিল ১৪ দিন নিজেদের আলাদা রেখে তারপর জনজীবনে প্রবেশ করা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনাটি ঘটেছে লন্ডনে। ব্রিটিশ ওই ব্যক্তি ও তাঁর চিনা স্ত্রী, ২ জনেই বোঝানোর চেষ্টা করেন চিনের চেংগু শহরে তাঁরা শিক্ষকতা করেন। সেখানেই থাকেন। ওই শহরে তাঁরা গত ১ মাস ধরে আলাদাই রয়েছেন। নিজেদের গৃহবন্দি করে রেখেছিলেন। তারপর চিন থেকে ব্রিটেনে আসার বিমান ধরার সময় তাঁদের পরীক্ষা করা হয়। ব্রিটেনে নামার পরও হিথরো বিমানবন্দরে তাঁদের অনেকগুলি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।

করোনা ভাইরাস আতঙ্ক যেভাবে সারা বিশ্বে ছড়াচ্ছে তাতে উদ্বেগ সবার মধ্যেই রয়েছে। কিন্তু রেস্তোরাঁর মালিক তাঁদের সঙ্গে যেভাবে ব্যবহার করে ওখান থেকে তাঁদের কার্যত দূর দূর করে বার করে দিয়েছেন তাতে তাঁরা অত্যন্ত অপমানিত বলে মনে করছেন দম্পতি। যদিও রেস্তোরাঁ মালিক একথা পুরোপুরি স্বীকার করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *