Business

পুজোর আগে স্বস্তি, কমল গ্যাসের দাম

এবার পুজো একটু তাড়াতাড়ি। সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। তার আগে স্বস্তির খবর পাওয়া গেল। কমল রান্নার গ্যাসের দাম।

সেপ্টেম্বর নয়, সাধারণত প্রতিবছর অক্টোবরেই দুর্গাপুজো হয়। তবে এবার তিথি মেনে পুজো সেপ্টেম্বরের শেষেই শুরু হচ্ছে। ফলে সেপ্টেম্বরকেই পুজোর মাস হিসাবে ধরা হচ্ছে।

সেই সেপ্টেম্বরের শুরুতেই ভাল খবর দিল তেল সংস্থাগুলি। রান্নার গ্যাসের দাম কমাল তারা। সিলিন্ডার প্রতি ৫১ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে দাম। তবে এই সিলিন্ডার গৃহস্থ পরিবারে লাগা রান্নার গ্যাসের সিলিন্ডার নয়। এগুলি বাণিজ্যিক সিলিন্ডার।

যা দোকান বা অন্য কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার হয়। ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এই মূল্য হ্রাস কার্যকর হয়েছে। যা ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর করা হয়েছে।


এদিকে সাধারণ মানুষের বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়, সেই ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তা যা ছিল তাই আছে। ফলে বাড়ির রান্নায় কোনও সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না।

তবে হোটেল, রেস্তোরাঁয় খেতে গেলে এই দাম কমার জেরে কিছুটা খাবারের দাম কমতেও পারে। পুজোর সময় মানুষের বাইরে খাওয়াদাওয়ার একটা প্রবণতা দেখা যায়।

সেক্ষেত্রে সিলিন্ডারের মূল্য হ্রাসের ফলে জ্বালানির খরচ কমায় যদি হোটেল, রেস্তোরাঁ বা ছোট দোকানগুলি খাবারের দাম কমায় তাহলে তার সুফল অবশ্যই সাধারণ মানুষ ভোগ করতে পারবেন।

দাম কমার ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে কমে হয়েছে ১ হাজার ৫৮০ টাকা। কলকাতায় গুনতে হবে একটু বেশি দাম। কলকাতায় নতুন দাম হয়েছে ১ হাজার ৬৮৪ টাকা।

অন্যদিকে মুম্বইতে ১ হাজার ৫৩১ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ১ হাজার ৭৩৮ টাকা করে এখন থেকে গুনতে হবে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *