Lifestyle

বারমুডা ট্র্যাঙ্গেলে হারিয়ে গেলে টাকা ফেরত, ঘোষণা জাহাজ সংস্থার

এমন অফার এর আগে কখনও শোনা যায়নি। জাহাজ হারিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। যদি হারিয়েও যায় তাহলে পুরো পয়সা ফেরত।

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ একটু অন্য কোথাও বেড়ানোর কথা ভাবেন। যে ঘোরায় একটা রোমহর্ষক ব্যাপার আছে তেমন কোথাও। অথবা এমন কোথাও যেখানে মানুষ যেতে ভয় পান। যে জায়গা নিয়ে নানা কাহিনি লোকমুখে ঘোরে। তেমনই একটা জায়গা বারমুডা ট্র্যাঙ্গেল। যাকে শয়তানের ত্রিভুজ বলে ডাকা হয়।

উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর এই ত্রিভুজাকৃতি এলাকা নিয়ে কাহিনির শেষ নেই। এই অঞ্চল থেকে বহু জাহাজ উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে বিমানও। কোথায় সেগুলি গেল, কেনই বা গেল তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কেউ বলেন এখানে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণিদের বাস। তারাই এই কাণ্ড ঘটায়। কেউ বলেন এমন ঘূর্ণি রয়েছে যার চৌম্বকশক্তির টানে জাহাজ তো বটেই, এমনকি আকাশ দিয়ে ভেসে যাওয়া বিমানও টেনে নেয় সমুদ্র। তাই এই বারমুডা ট্র্যাঙ্গেল এড়িয়ে চলেন সকলে।

এবার সেই বারমুডা ট্র্যাঙ্গেলই ঘুরিয়ে আনার অফার দিয়েছে একটি ক্রুজ শিপ বা প্রমোদ তরী সংস্থা। হারিয়ে যাওয়ার ভয় কাটাতে তাদের অফার হারানোর কোনও সম্ভাবনা নেই তাদের সঙ্গে ঘুরতে গেলে। আর যদিও বা যায় তাহলে পুরো পয়সা ফেরত।

বিলাসবহুল ক্রুজটি আগামী বছরের মার্চ মাসে বারমুডা ট্র্যাঙ্গেলে যাবে পর্যটকদের নিয়ে। নিউ ইয়র্ক থেকে রওনা দেবে এই জাহাজ।

জাহাজটিতে বুকিং করতে গেলে মোটা অঙ্কের টাকাও গুনতে হবে পর্যটকদের। এখন দেখার এই অফারের পর কত মানুষ বারমুডা ট্র্যাঙ্গেলে ঘুরতে যাওয়ার সাহস দেখান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *