বেড়ানোর জন্য বিদেশিদের কোন রাজ্য পছন্দ, পশ্চিমবঙ্গের স্থান জানলে গর্বিত হবেন
সারাবছরে বহু বিদেশি ভারতে ঘুরতে আসেন। স্থির করেই আসেন কোথায় কোথায় যাবেন। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ যে বিদেশিদের এতটা পছন্দের তা জানলে গর্বিত হতে হয়।
বহু বিদেশি ভারতে বেড়াতে আসেন। ভারতে বেড়াতে এসে তাঁরা নানা রাজ্যে হাজির হন। সেখানকার দর্শনীয় স্থানে যান, উপভোগ করেন। শুধু বেড়ানো বলেই নয়, অনেক বিদেশি ব্যবসায়িক কারণেও ভারতে আসেন। সব মিলিয়েই বিদেশিরা দেশের কোন কোন রাজ্যে কতজন হাজির হলেন তার একটা তালিকা থাকে পর্যটন মন্ত্রকের কাছে।
সেইমত দেখে যাচ্ছে ভারতের মধ্যে ২০২৪ সালে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশির পা পড়েছে। মহারাষ্ট্রে একাধারে যেমন নানা দর্শনীয় স্থান, পাহাড়ি পর্যটন, সমুদ্রের হাতছানি রয়েছে, তেমনই ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র মুম্বই রয়েছে সেখানে।
এরপর অনেকের মনে হতে পারে, উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থানের মত রাজ্যের স্থান হওয়া উচিত বিদেশিদের অন্যতম আকর্ষণের তালিকায়। কিন্তু তা একেবারেই হয়নি। বরং মহারাষ্ট্রের পর বিদেশিদের আনাগোনায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশের মত রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে বাংলা।
এ রাজ্যে রয়েছে দার্জিলিং, এ রাজ্যেই রয়েছে ইউনেস্কোর বিশেষ তকমা পাওয়া সুন্দরবন, রয়েছে দিঘার মত সমুদ্রসৈকত, রয়েছে কলকাতা শহরের অনেক দর্শনীয় স্থান, রয়েছে আলিপুরদুয়ারের জঙ্গল থেকে মুর্শিদাবাদের ঐতিহাসিক নিদর্শন এবং আরও অনেক কিছু যা বিদেশি পর্যটকদের আকর্ষিত করেছে পশ্চিমবঙ্গের দিকে।
বিমানে পৃথিবীর নানা জায়গার সঙ্গেই কলকাতার সরাসরি যোগ নেই। তারপরেও ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কলকাতায় বিদেশি পর্যটকদের আগমন অনেকটাই বেড়েছে। যা অবশ্যই পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্র সহ আঞ্চলিক অর্থনীতির জন্য সুখবর।













