Lifestyle

সেন্ট শরীরের কয়েকটি জায়গাতেই লাগানো হয়, তার পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ

বাচ্চা থেকে বড় সকলেই সেন্ট বা সুগন্ধির প্রেমে মাতোয়ারা। অনুষ্ঠান বিশেষে মানুষ বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে থাকেন। সুগন্ধি কিন্তু শরীরের কয়েকটি জায়গাতেই লাগানো হয়।

বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যায়। মোটামুটি সব মানুষই সুগন্ধি ব্যবহার করতে ভালবাসেন। কিন্তু দেখা যায় শরীরের বিশেষ কয়েকটি জায়গা বাদে আর কোথাও সেভাবে সুগন্ধি ব্যবহার করা হয়না। কখনও ভেবে দেখেছেন এরকম কেন করা হয়?

কিছু মানুষের কাছে সুগন্ধি শুধুই ফ্যাশনের প্রতীক। কেউ আবার নিজের স্ট্যাটাস ধরে রাখার জন্য সুগন্ধি ব্যবহারের পক্ষে। কিন্তু সুগন্ধি লাগানোর জায়গা হিসাবে সকলেই কবজি, ঘাড় অথবা কানের পিছনের অংশকেই বেছে নেন। এই ব্যাপারে সকলেই সমান।

শরীরের নির্দিষ্ট কয়েকটি অংশে সুগন্ধি ব্যবহারের একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। শরীরের স্পন্দন বিন্দুগুলিতেই সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। তাই সেই জায়গাগুলিতেই সুগন্ধি ব্যবহার করা হয়। ত্বকে উপস্থিত এই বিন্দুগুলি রক্তনালীর খুব কাছাকাছি থাকে।

কবজি, ঘাড়, কানের পিছন, বুকের ছাতি এবং কনুইয়ের ভিতরের অংশের এই স্পন্দন বিন্দুগুলির উষ্ণতা সুগন্ধির অণুগুলিকে বাষ্পীভূত করতে সাহায্য করে। এই বাষ্পীভবনের কারণেই বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ে। শরীর যতক্ষণ গরম থাকে সুগন্ধিও ততক্ষণই কাজ করে।

এই পদ্ধতিটি সেন্ট ডিফিউশন তথা পালস অ্যাকটিভেশন নামে পরিচিত। অর্থাৎ মানুষের হৃৎস্পন্দনের কারণেই সুগন্ধি ছন্দবদ্ধ ভাবে ছড়িয়ে পড়ে এবং বিশেষ অনুভূতি তৈরি করে। কাপড়ের উষ্ণতা শরীরের তুলনায় কম হয়। তাই কাপড়ে সুগন্ধি ব্যবহার করলে তা বেশিক্ষণ স্থায়ী হয়না।

শরীরের স্পন্দন বিন্দুগুলিতে সুগন্ধি লাগালে তা ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে প্রাকৃতিক উপায়েই দিনভর শরীর জুড়ে সুগন্ধির উপস্থিতি টের পাওয়া যায়। তাই অন্যকে আকর্ষণ করার সঙ্গে নিজেকে ভাল রাখতে এবং আত্মবিশ্বাস বাড়াতেও সুগন্ধির প্রয়োজন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *