World

দুই ভাইয়ে ঝগড়া, তৈরি হল পাতলা বাড়ি ‘দ্যা গ্রাজ’

ভাইকে জব্দ করতে এক ভদ্রলোক এমন অদ্ভুতদর্শন বাড়ি নির্মাণ করেন। উদ্দেশ্য, সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে ভাইকে বঞ্চিত করা।

হাত পা ছড়িয়ে থাকার জন্য একটু বড় সুন্দর বাড়ি কে না চায়। কিন্তু লেবাননের রাজধানী বেইরুটের মানারায় গেলে দেখা মিলবে দেশের সবথেকে পাতলা বাড়ির। যার দৈর্ঘ্য ১৪ মিটার ও প্রস্থ ১ মিটারের থেকেও কম। বাড়ি তৈরির কারণটিও বাড়ির চেহারার মতই অদ্ভুত।

ভাইকে জব্দ করতে এক ভদ্রলোক এমন অদ্ভুতদর্শন বাড়ি নির্মাণ করেন। উদ্দেশ্য, ভূমধ্যসাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে ভাইকে বঞ্চিত করা। বাড়ির নামটিও বেশ মজার। ‘আল বাসা’, যার ইংরাজি তর্জমা করলে দাঁড়ায় ‘দ্যা গ্রাজ’ অর্থাৎ ক্ষোভ। রাগ মেটাতেই বাড়িটি তৈরি কিনা।

তবে এর আরও একটি সুন্দর নাম আছে। ‘কুইন মেরি’, বাড়িটিকে দূর থেকে দেখতে একটি জাহাজের মত লাগে। তাই এই নামকরণ।

বাড়িটির প্রত্যেক তলায় ২টি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। লেবাননের গৃহযুদ্ধের সময় এই পাতলা বাড়িটির একটি অ্যাপার্টমেন্টকে যৌন ব্যবসার জন্য ব্যবহার করা হত। অপরটিতে আশ্রয় পেয়েছিলেন রিফিউজিরা। মজার বিষয়, অদ্ভুতদর্শন এই বাড়িটি লেবাননের সবথেকে মূল্যবান সম্পত্তি গুলির মধ্যে একটি।

১৯৫৪ সালে বাড়িটি গড়ে তোলা হয়। বাড়িটির দিকে তাকালে বাস্তবে সেটিকে কোনও উঁচু সুন্দর দেওয়াল বলে ভ্রম হয়। তবে এর ছাদে দাঁড়িয়ে কেউ যদি ভূমধ্যসাগরের সৌন্দর্য উপভোগ করেন, নিমেষে তিনি ভুলে যাবেন একসময় এটিকে দেওয়াল হিসেবেই গড়ে তোলা হয়েছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়িটির ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায়। আর তারপরেই খোঁজ করে সন্ধান পাওয়া যায় আরও কয়েকটি পাতলা বাড়ির। যেগুলির মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ম্যাকাওয়ের সেন্ট পল চার্চ ও ইতালির টরিনোর একটি বাড়ি। — ছবি – সৌজন্যে – ট্যুইটার

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *