Kolkata
জঙ্গিযোগ সন্দেহে কলকাতা থেকে ধৃত আরও ১

ফের জঙ্গি সন্দেহে ১ ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। শুক্রবার ভোররাতে তাকে শিয়ালদহের জগত সিনেমা হলের কাছ থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সাহদাত হোসেন ওরফে বাবু। গত মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে আল কায়দার সঙ্গে যুক্ত ২ জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। গ্রেফতার হয় এক অস্ত্র ব্যবসায়ীও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সাহদাতের খবর মেলে বলে জানায় এসটিএফ। এরপর এদিন তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে কাউকে প্রবেশ করানো বা কাউকে বাংলাদেশে ফেরত পাঠানোয় সিদ্ধহস্ত ছিল ধৃত বাবু। বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর পর অনুপ্রবেশকারীকে সীমান্ত এলাকায় নিজের আত্মীয়দের বাড়িতে আশ্রয়ও দিত সে। বাবুকে জিজ্ঞাসাবাদ করে সে কীভাবে, কাদের সাহায্যে কাজ চালাত তার খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ।