Kolkata

সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে আগুন

তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিং যথেষ্ট পরিচিত একটি বহুতল। এই বহুতলে অনেক অফিস রয়েছে। তথ্যপ্রযুক্তি তালুক মানে সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় এখানে। ফলে সকাল সওয়া দশটা নাগাদ সব অফিসেই কর্মী ভর্তি। কাজ চলছে পুরোদমে। এমন সময় এই বাড়ির চারতলার একটি অফিস থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। ক্রমশ চারতলা ধোঁয়ায় ভরে যেতে শুরু করে।

আতঙ্কে অফিস ছেড়ে বেরিয়ে আসেন আগুন লেগে যাওয়া অফিসের কর্মীরা। এদিকে আগুন লাগার খবর দ্রুত পৌঁছয় অন্য অফিসগুলোতেও। ফলে সেই সমস্ত অফিসে কর্মরতরাও বেরিয়ে আসেন সকলে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

খবর পেয়ে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসুও। দমকলকর্মীদের তৎপরতায় বেলা সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলমন্ত্রীও জানিয়ে দেন আগুন নিয়ন্ত্রণে। এখন দমকলকর্মীরা পোড়া জিনিসপত্র সরানোর কাজ করছেন।

এদিন মন্ত্রী জানান এখন প্রতি মাসেই ১০০টি দফতরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। এপ্রিল থেকে মাসে ৪০০টি করে অফিসে হবে এই কাজ। তিনি নিজেও বেশ কিছু জায়গায় সারপ্রাইজ ভিজিট করবেন। এদিকে এসডিএফে আগুনের জেরে দুপুর পর্যন্ত এখানে অনেক অফিসে কাজকর্ম ব্যাহত হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *