Kolkata

চিটফান্ড কাণ্ডে সিনেমা প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল সিবিআই। প্রথমে তাঁর কসবার দফতরে হাজির হন সিবিআই আধিকারিকরা। ২টি বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে তাঁর লেনদেন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা। সব প্রশ্নের সদুত্তর না পেয়ে শ্রীকান্ত মোহতাকে সেখানে আটক করা হয়। নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেও জেরা করা হয়। তারপর বহু বাংলা সিনেমার প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই।

সূত্রের খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমে শ্রীকান্ত মোহতার নাম পান সিবিআই আধিকারিকরা। তখন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সিবিআই বারবার ডাকলেও মাত্র ১ বারই তাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন শ্রীকান্ত। তারপর অনেকবার তলব করা হলেও তিনি সেই তলবে সাড়া দেননি। তারপরই শ্রীকান্ত মোহতার অফিসে হাজির হন সিবিআই আধিকারিকরা। কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

One Comment

  1. Criminals are fighting for the booty. Public seemingly aware of the crime.Many are tainted like shovan, sudip, tapas and others
    Shame shame.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *