Kolkata

অমরাবতীতে ‘ব্রিগেড’ করবেন চন্দ্রবাবু, দিল্লিতে কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় শনিবার কলকাতার ব্রিগেডে প্রায় ২৪টি দলের নেতারা উপস্থিত হয়ে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। উদ্যোগে ছিলেন মমতা। এমন এক উদ্যোগকে সফল করা ও এমন ঐতিহাসিক সমাবেশ করার জন্য তাঁকে ধন্যবাদও জানান নেতারা। মমতা নিজে জানিয়েছেন এখান থেকেই বিজেপির শেষের শুরু। এমন এক বিরোধী সমাবেশে উদ্বুদ্ধ হয়ে বিজেপি বিরোধী এই মহাজোটকে আরও শক্তিশালী করতে তাঁর রাজ্যেও এবার এমন এক সভা আয়োজন করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে হবে সেই সভা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভামঞ্চ থেকে আমন্ত্রণও জানান তিনি। মমতা সেই আমন্ত্রণ স্বীকারও করেন।

Chandrababu Naidu
ব্রিগেডের মঞ্চে চন্দ্রবাবু নাইডু, ছবি – আইএএনএস

ব্রিগেড দেখে উদ্বুদ্ধ অরবিন্দ কেজরিওয়ালও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান দিল্লিতেও তিনি এমন এক সমাবেশের আয়োজন করতে চলেছেন। সেখানেও সব বিরোধী নেতা উপস্থিত থাকবেন। সেই বক্তব্যকে সমর্থন করে সভার ঘোষণা করেন অরবিন্দ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Arvind Kejriwal
ব্রিগেডের সভামঞ্চে অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতা, ছবি – আইএএনএস

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *