Kolkata

ভস্মীভূত কালীপুজোর সাজানো মণ্ডপ

সামনেই কালীপুজো। শহরের কালীপুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। তারমধ্যেই আচমকা আগুন লেগে গেল আলিপুরের গোপালনগরের একটি কালী পুজোর মণ্ডপে। থিমের পুজো হচ্ছিল এখানে। ৭৫ বছর পূর্তিতে এবারের থিম ছিল বাস্তুতন্ত্র। সেইমত নানা সাজে সেজে উঠেছিল মণ্ডপ। এসে পড়েছিল ঠাকুরও। স্থানীয়দের দাবি, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ প্যান্ডেলে আগুন লাগে। সাজসজ্জা নিয়ে সবই দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে সময় নেয়নি।

দমকল এসে আগুন নেভানোর আগেই ভস্মীভূত হয়ে যায় পুজো মণ্ডপের সিংহভাগ। এমনকি উদ্যোক্তাদের দাবি, ভিতরে থাকা মাতৃ প্রতিমাতেও আগুনের ছোঁয়া লাগে। ক্ষতিগ্রস্ত হয় প্রতিমা। কিভাবে আগুন লাগল? প্রাথমিকভাবে শর্টসার্কিটকেই কাঠগড়ায় তোলা হয়েছে। তবে খতিয়ে দেখা হচ্ছে আসল কারণ। এদিকে পুজো যাতে হয় সেজন্য নতুন উদ্যমে উঠে পড়ে লেগেছেন পুজোর উদ্যোক্তারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *