Kolkata

বন্ধ ঘর থেকে দুর্গন্ধ, খুলতেই মিলল প্রৌঢ়ের দেহ

কয়েকদিন আগে স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রবল ঝগড়া হয় গরফার প্রতাপগড়ের বাসিন্দা নান্টু পালের। সেকথা আশপাশের লোকজনেরও অজানা নয়। ঝগড়া বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। ঝগড়াঝাঁটির পর বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী ও সন্তান। বাড়িতে একা হয়ে পড়েন বছর ৫৫-র প্রৌঢ় নান্টু পাল। নিজেকে তারপর নাকি কার্যত গৃহবন্দি করে ফেলেন তিনি। শেষ ৩-৪ দিন তাঁকে দেখতে পাননি প্রতিবেশিরা।

মহালয়ার দিন ওই ঘর থেকে দুর্গন্ধ বার হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশিদের। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশে এসে বন্ধ ঘর থেকে নান্টু পালের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই হয়তো আত্মহত্যা করেছেন ওই প্রৌঢ়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button