Kolkata

ভর্তি বিভ্রান্তির জেরে অভিভাবকদের পথ অবরোধ

চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে পৌঁছতে গেলে টপকাতে হবে লটারির কপাল জোর। যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের এই নোটিস মেনে নিতে পারেননি প্রাথমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বাচ্চারা একবার স্কুলে ভর্তি হয়েছে লটারির মাধ্যমে। এখন সেই স্কুলেই এত বছর পড়ার পর চতুর্থ থেকে পঞ্চম শ্রেণিতে উঠতে গেলে কেন তাঁদের ছেলেমেয়েদের লটারির কোপে পড়তে হবে। সেক্ষেত্রে স্কুল প্রচুর ফর্ম বিক্রি করবে। তারপর প্রচুর ছাত্রছাত্রীর মধ্যে লটারিতে তাঁদের ছেলেমেয়ের নাম নাও উঠতে পারে। তখন তাঁরা আবার কোথায় স্কুল খুঁজতে যাবেন? আর কেনই বা যাবেন? এমন একগুচ্ছ অভিযোগ নিয়ে মঙ্গলবার স্কুলের সামনে অবরোধ শুরু করেন প্রাথমিকের অভিভাবকরা। অবরোধের জেরে ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে রাজা এসসি মল্লিক রোড।

স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ চরমে ওঠে। এই অবস্থায় পুলিশের সাহায্য নিয়ে স্কুলে ঢুকতে হয় প্রধান শিক্ষককে। এদিকে অভিভাবকরা সাফ জানিয়ে দেন এই স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানোর পর অন্য কোনও স্কুলে তাঁরা ছেলেমেয়েকে ভর্তি করতে যেতে পারবেন না। এখানেই তাদের সরাসরি পঞ্চম শ্রেণিতে পড়তে দিতে হবে। তাঁদের দাবি না মানলে আন্দোলন চলবে বলেও জানিয়ে দেন তাঁরা। এই অবস্থায় দুপুরে স্কুলের তরফে ফের নোটিস জারি করা হয়। সেখানে জানিয়ে দেওয়া হয় কোনও লটারি নয়। এ স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা সকলে এই স্কুলেই আগামী দিনে পড়তে পারবে। এরপর অভিভাবকরা আন্দোলন থেকে সরে আসেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *