Kolkata

গাড়ি, বাস সমেত ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ

আবার শহরে ভেঙে পড়ল আস্ত একটা ব্রিজ। পোস্তার পর ফের ব্রিজ ভাঙার আতঙ্ক। মঙ্গলবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। নিচ দিয়ে গেছে রেল লাইন। শিয়ালদহ বজবজ রুটের ট্রেন যাতায়াত করে এখান দিয়ে। যেটুকু খবর তাতে রেল লাইনের ওপরই ব্রিজটির একাংশ ভেঙে পড়ে। ব্যস্ত ডায়মন্ডহারবার রোডের ওপর অবস্থিত এই ব্রিজটি চরম ব্যস্ত হিসাবেই পরিচিত। বেহালামুখী বাসগাড়ির অন্যতম চলার পথ।

সেই মাঝেরহাট ব্রিজের একাংশ এদিন ভেঙে পড়ে। তখন ব্রিজের ওপর যেসব বাস, গাড়ি, স্কুটার, বাইক ছিল সবই ব্রিজের সঙ্গে নিচে গিয়ে পড়ে। এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় ভাঙা অংশে পড়ে থাকতে দেখা গেছে। মুখ থুবড়ে পড়ে আছে বাস, গাড়ি। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। ডায়মন্ডহারবার রোড বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত পুলিশ পৌঁছয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে ঘটনার পর এলাকায় প্রবল ভিড় জমে যায়। তার আগেই শহরে প্রবল ঝড়বৃষ্টি হয়ে গেছে। তবে কী সেটাই কারণ? যদিও এমন বৃষ্টি শহরে নতুন নয়। তাহলে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টি কী করে একটা ব্রিজ ভাঙার কারণ হতে পারে? সে প্রশ্নও উঠছে। এখন চলছে উদ্ধারকাজ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *