
দুষ্কৃতি তাণ্ডবের শিকার হলেন প্রেসিডেন্সি, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। এদিন বেশ কয়েকজন পড়ুয়া যৌথভাবে ভর্তি দুর্নীতির বিরুদ্ধে লিফলেট বিলি করছিলেন সুরেন্দ্রনাথ কলেজের সামনে। অভিযোগ এই সময়ে বেশ কয়েকজন এসে তাঁদের লিফলেট বিলি করতে বাধা দেয়। পাল্টা পড়ুয়ারা জানান তাঁরা কলেজের মধ্যে ঢুকে বা কলেজ চত্বরে কিছু করছেন না। কলেজের বাইরে লিফলেট বিলি করছেন। অভিযোগ, এরপরই একদল দুষ্কৃতি এসে তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের ব্যাপক মারধর করা হয়। তাঁদের সঙ্গে থাকা ছাত্রীরাও রেহাই পাননি। মারের চোটে এক ছাত্রের মাথা ফেটে গেছে। একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই বসে পড়েন তাঁরা। এছাড়াও আঘাত পেয়েছেন আরও কয়েকজন।
আক্রান্ত পড়ুয়াদের দাবি, যারা এসেছিল তারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক। যদিও পড়ুয়াদের দাবি যারা এসেছিল তাদের কাউকে ছাত্র বলে মনে হয়নি। আগামী মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । তার আগে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে টিএমসিপি নেতৃত্ব।













