Kolkata

মধ্যরাতে ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

পুরসভার তরফে বিপদজনক বাড়ির তকমা অনেক আগেই সেঁটে দেওয়া হয়েছিল। অভিযোগ, তা সত্ত্বেও বাড়ি সারানোর এতটুকু উৎসাহ দেখাননি বাড়িওয়ালা। যার ফল হল মারাত্মক। একটানা বৃষ্টিতে জেরবার শহরে রাত আড়াইটের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একটা বড় অংশ। একে বৃষ্টি। তায় মাঝরাত। ঘুমে কাদা বৈঠকখানা বাজারের মানুষজন এক আজব শব্দে চমকে ওঠেন। দেখেন তাঁদের দীর্ঘদিনের চেনা মুড়িপট্টির বাড়িটার একটা অংশ ভেঙে পড়েছে। চেহারা নিয়েছে ধ্বংসস্তূপের।

দ্রুত হাজির হয় পুলিশ। উদ্ধার কাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৬৩ বছরের এক বৃদ্ধ ও বছর ৪৫-এর এক মধ্যবয়স্ক ব্যক্তিকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য ২ জনের চিকিৎসা চলছে। সোমবার সকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ আরও দ্রুততা পেয়েছে। ভেঙে ফেলা হচ্ছে বাড়ির বাকি অংশও। ঘটনাকে কেন্দ্র করে শহরের এই ঘিঞ্জি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই এলাকায় আরও অনেক পুরনো বাড়ি রয়েছে। যেগুলির অবস্থাও সুবিধের নয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *