Kolkata

সল্টলেকে গাড়িতে গণধর্ষণ, ধৃত ৩

Kolkata Newsসল্টলেকে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনায় ৪ অভিযুক্তের মধ্যে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে ৩ জনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি আগেই চিহ্নিত করেছিল পুলিশ। তারপর তার নম্বর প্লেট দেখে মালিকের খোঁজ পায় তারা। মালিকের সঙ্গে কথা বলেই গাড়ির চালককে প্রথমে গ্রেফতার করা হয়। তারপর তার সঙ্গে কথা বলে ও অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন দেখে ২ জনকে হাড়োয়া থেকেই গ্রেফতার করে পুলিশ। এখনও ১ জন পলাতক। তার খোঁজ করছে পুলিশ। এদিকে যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা শুরু করেছে পুলিশ। মিলিয়ে দেখা হচ্ছে নির্যাতিতা তরুণী ও ধৃতদের বক্তব্য। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সল্টলেকে মহিলাদের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রমলা চক্রবর্তীর নেতৃত্বে থানার সামনে বিক্ষোভে সামিল হন বাম মহিলা সংগঠনের প্রতিনিধিরা। প্রসঙ্গত গত রবিবার রাতে বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার কথা বলে গাড়িতে তুলে ৪ যুবক তাকে গণধর্ষণ করে বলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। রাতভর ধর্ষণের পর তাঁকে ভোরে বৈশাখী খালের ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *