Kolkata

রাতে বাড়িতে ঢুকে একা থাকা মহিলাকে বেঁধে শ্লীলতাহানি, লুঠ

Published by
News Desk

বাড়িতে ঢুকে এক মধ্যবয়সী গৃহবধূকে হাত-পা বেঁধে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রতিবেশি দম্পতি। প্রতিবেশি দম্পতি ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাদের জামাইকে। ধৃত দম্পতির ছেলে পলাতক। জানা গেছে, ধৃত দাস দম্পতির সঙ্গে কিছুদিন আগে ঝামেলা হয় ওই মহিলার। পুলিশে তিনি এ বিষয়ে অভিযোগও দায়ের করেন। তারপর গত মঙ্গলবার রাতে একাই বাড়িতে ছিলেন তিনি। অভিযোগ সে সময়ে ৩ জন দুষ্কৃতি বাড়িতে ঢুকে ওই মহিলার হাত-পা-মুখ বেঁধে ফেলে। তারপর তাঁর শ্লীলতাহানি করে। ভেঙে ফেলে আলমারিও। তারপর চলে লুঠপাট। আলমারি ভেঙে সোনার গয়না লুঠের পর চম্পট দেয় তারা। পরে ওই মহিলাকে প্রতিবেশিরা উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যান।

ওই মহিলার অভি‌যোগক্রমে প্রতিবেশি দাস দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের জামাই দীপন বিশ্বাসকেও। যদিও আর এক অভিযুক্ত প্রতিবেশির ছেলে শুভ এখনও পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিবেশিরা।

Share
Published by
News Desk

Recent Posts