Kolkata

রাজ্যে মেডিক্যাল জয়েন্ট ২০ জুলাই

Kolkata Newsরাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। সোমবার স্বাস্থ্যভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সম্ভবত ২০ জুলাইয়ের পরীক্ষার জন্য নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। প্রশ্নপত্রও নতুন করে তৈরি করা হবে। তবে এসব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় স্তরে একটি মাত্র মেডিক্যাল জয়েন্ট নিয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকেই কিছুটা অবসাদে ভুগছিলেন রাজ্যের ছাত্রছাত্রীরা। কিন্তু এরপরই এবছর রাজ্য স্তরে মেডিক্যাল জয়েন্টে সবুজ সংকেত দেওয়া হয়। তখনই ঠিক হয়েছিল নতুন সরকার গঠনের পরই রাজ্যস্তরে পরীক্ষা গ্রহণ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত শুক্রবার দ্বিতীয়বারের জন্য সরকারে বসার পর অবশেষে সেই সিদ্ধান্তই গ্রহণ করল রাজ্য সরকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button