Categories: Kolkata

সেক্টর ফাইভে চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ

Published by
News Desk

ফের রাতের সল্টলেকে গণধর্ষণ। রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন বাগুইআটির বছর আঠাশের ওই তরুণী। পরে বাড়ি ফেরার জন্য ওই রেস্তোরাঁর সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ এই সময়ে একটি গাড়ি তাঁকে পৌঁছে দেওয়ার কথা বললে গাড়িতে চড়ে বসেন ওই তরুণী। সেইসময়ে গাড়িতে ৪ জন যুবক ছিল। ওই তরুণীর অভিযোগ বাড়ি ফেরানোর বদলে ওই গাড়ি চলে যায় সেক্টর ফাইভের একটি শুনশান এলাকায়। সেখানেই চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করে ওই চার যুবক। রাতভর ধর্ষণের পর বৈশাখি খালের পাশে ঝোপজঙ্গল ঘেরা এলাকায় তরুণীকে ফেলে চম্পট দেয় ওই ৪ যুবক।

ইলেকট্রনিক্স থানায় অভিযুক্ত ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তাঁর মেডিক্যাল টেস্টও হয়েছে। অভিযুক্তেরা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts