ফের গৃহবধূর রহস্য মৃত্যু। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। গৃহবধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বরানগরের রায়মোহন ব্যানার্জী লেনের বহুতলে থাকতেন গৃহবধূ দীপা দাস। সেখান থেকেই গত সোমবার সন্ধেয় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাঁদের মেয়ের ওপর অত্যাচার চলছিল। দীপার স্বামী চন্দন দাস ও শ্বশুরবাড়ির লোকজন, সকলেরই অত্যাচারের শিকার হতে হয়েছে দীপাদেবীকে বলে দাবি তাঁর পরিবারের। মৃতার পরিবার পুলিশের কাছে দাবি করেছে, তাঁদের মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী চন্দন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।