Kolkata

আজ মাধ্যমিকের রেজাল্ট, কিভাবে জানবেন? পড়ুন

প্রতীক্ষার শেষ। আজ জীবনের প্রথম বড় পরীক্ষার ফল ঘোষণা। মাধ্যমিকের রেজাল্ট। এবারও ইন্টারনেটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। wbbse.org wbresults.nic.in examresults.net সহ বেশ কিছু ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে সকলে।

ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এসএমএসের মাধ্যমে ফল জানতে টাইপ করতে হবে WB <স্পেস> <রোল নম্বর> আর পাঠিয়ে দিতে হবে ৫৮৮৮৮ বা ৫৪২৪২ নম্বরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। গত ২১ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। এখন আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *