Kolkata

ধর্মতলায় বামেদের অবস্থান, পাশে কংগ্রেস

West Bengal Assembly Election 2016২৭ মে নতুন রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার কথা আগেই জানিয়েছিল বামফ্রন্ট। কারণ ছিল ভোট পরবর্তী সন্ত্রাস। বামেদের দাবি ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ না হলে তাঁরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না। সেই একই দাবিতে বুধবার ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি পালন করল বামফ্রন্ট। অবস্থান চলবে বৃহস্পতিবারও। এদিকে নির্বাচন উত্তর পরিবেশেও জোট বার্তাকে স্পষ্ট করতে বামেদের এই অবস্থানে হাজির হয়ে তাদের পাশে থাকার কথা জানিয়ে আসেন কংগ্রেস নেতৃত্ব। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও অধীররঞ্জন চৌধুরী ও সূর্যকান্ত মিশ্রকে একসঙ্গে দেখা গিয়েছিল। ভোট পার করলেও তাদের জোট যে অক্ষুণ্ণ তা আরও একবার প্রমাণ দিল কংগ্রেস। সেইসঙ্গে বামেদের সুরে সুর মিলিয়ে তারাও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ বয়কট করছে বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *