Kolkata

পঞ্চায়েত নির্বাচন, মনোনয়নপত্র জমা ৯ এপ্রিলের মধ্যে, প্রত্যাহারের শেষ দিন ১৬ এপ্রিল

৫ কোটি ৪ লক্ষ ভোটার। ২০টি জেলা। ৮২৫টি জেলা পরিষদ। ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি। ৪৮ হাজার ৬৫৬টি গ্রাম পঞ্চায়েত। এই নিয়েই রাজ্যে ৩ দফায় অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর মাত্র ১ মাস। এদিন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচনী আধিকারিক এ কে সিং জানান, আগামী ২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তিনি আরও জানান, এদিন তিনি ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল।

ভোট ৩ দফায় হচ্ছে। ১, ৩ ও ৫ মে। যারমধ্যে প্রথম দফায় হচ্ছে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে ভোট। ২০টির মধ্যে ১২টি জেলার ভোট ওদিনই সম্পন্ন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে মাত্র ২টি জেলায়। মুর্শিদাবাদ ও বীরভূমে। তৃতীয় দফায় দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি সব জেলায় ভোট। ওইদিন ভোটগ্রহণ করা হবে ৬টি জেলায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *