Kolkata

কলকাতায় ফের চলচ্চিত্র উৎসব

কলকাতায় প্রথমবার আয়োজিত হতে চলেছে মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৩ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের ঘোষণা মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে করলেন উদ্যোক্তারা। আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলা এই চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে ৩০টি ছোট সিনেমা ও তথ্যচিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধীভবন অডিটোরিয়ামে দেখানো হবে সিনেমা ও তথ্যচিত্রগুলি। এরমধ্যে রাজ্যে তৈরি বেশ কিছু তথ্যচিত্র ও সিনেমাও জায়গা পেয়েছে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র, পঞ্জাব, অসম ও মিজোরামেরও সিনেমা থাকছে। রয়েছে বাংলাদেশ, সিরিয়া, প্যালেস্টাইন, নেপালের সিনেমাও। সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সিনেমাগুলি দেখানো হবে।‌

কলকাতায় এধরণের চলচ্চিত্র উৎসব প্রথম। উদ্যোক্তা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস এন্ড সেকুলারিজম বা সিপিডিআরএস ও মেডিক্যাল সার্ভিস সেন্টার বা এমএসসি। এই চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য সম্বন্ধে বলতে গিয়ে উদ্যোক্তারা বলেন, বর্তমান সমাজে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে সম্বন্ধে সকলকে অবহিত করাই এই চলচ্চিত্র উৎসবের লক্ষ্য। মানবাধিকার সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতেও এই চলচ্চিত্র উৎসব বড় ভূমিকা পালন করবে বলে তাঁদের বিশ্বাস। আগামী দিনে শুধু কলকাতা বলেই নয়, কলকাতার বাইরেও রাজ্যের বিভিন্ন কোণায় এই চলচ্চিত্র উৎসব তাঁরা করতে চান বলে জানান উদ্যোক্তারা।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *