Kolkata

লুকোচুরির পর্ব শেষ, নিখোঁজ ৫ পড়ুয়ার হদিশ মিলল বিহারে

লুকোচুরি খেলার মেয়াদ শেষ। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হল পলাতক কিশোর কিশোরীদের। বিহারে বন্ধুর মামারবাড়ির ডেরা থেকে ৫ জনকে পাকড়াও করল পুলিশ। লুকোচুরি খেলায় হাঁফ ধরে যাওয়া পুলিশ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ৩ দিন পর। গত মঙ্গলবার বিহারের বখতিয়ারপুর থেকে উদ্ধার করা হল কুদঘাটের নিখোঁজ পড়ুয়াদের। গত রবিবার বিকেলে খেলতে বেরিয়ে ভ্যানিশ হয়ে যায় রিজেন্ট পার্ক থানা এলাকার ইটখোলা মাঠ সংলগ্ন নতুনপল্লির ৬ অভিন্নহৃদয় বন্ধু। একসাথে ৬ জনের অন্তর্ধানে সাড়া পড়ে যায় এলাকায়। কেউ কি তবে তাঁদের ছেলেমেয়েদের অপহরণ করে নিয়ে গেল? এই আশঙ্কায় কান্নাকাটির রোল পড়ে যায় ৬ পড়ুয়ার বাড়িতে। পরে অবশ্য নিখোঁজদের মধ্যে ১ কিশোর বাড়ি ফিরে আসে।

পুলিশের জেরার মুখে সে স্বীকার করে, বকাবকির হাত থেকে বাঁচতে নিজেদের ইচ্ছায় বাড়ি ছেড়ে পালিয়েছিল তারা। নিখোঁজ পড়ুয়াদের বাড়িতে খোঁজ চালিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাড়ি ছাড়ার আগে বেশ কিছু সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দিয়েছিল ৬ কিশোর কিশোরী। বাকিদের খোঁজে ফেরত আসা কিশোরকে আরও চেপে ধরে পুলিশ। কিন্তু তার ভুল তথ্য বারবার বিভ্রান্ত করে দেয় তদন্তকারী আধিকারিকদের। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে নিখোঁজদের হদিশ পায় পুলিশ। বুধবার ৫ পড়ুয়াকে বিহার থেকে কলকাতায় নিয়ে আসে তারা। বর্ধমান যাওয়ার ট্রেনে উঠে কি করে ওই কিশোর কিশোরীরা বিহারে চলে গেল? কেনই বা নিখোঁজ কিশোরের মামারবাড়ির লোক পরিবারকে ফোন করে কিছু জানালেন না? এই সমস্ত দিক এখন খতিয়ে দেখছে পুলিশ। বুধবারই অভিমানে ঘর ছাড়া পড়ুয়াদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *