Kolkata

টালি দিয়ে ‘লিভ ইন’ পার্টনারকে খুন করল সঙ্গিনী


রাতের রাজপথে টহল দিতে গিয়ে ১ ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। রোজ রাতেই মহানগরীর আনাচে কানাচে টহল দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। গত মঙ্গলবার রাতে খিদিরপুর এলাকায় পেট্রোলিং করছিল ওয়াটগঞ্জ থানার পুলিশ। কার্ল মার্কস সরণির কাছে ফুটপাথের ওপর এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন টহলরত পুলিশকর্মীরা। নিথর শরীরের মাথার পিছনে ও থুতনিতে গভীর ক্ষতের চিহ্ন ছিল। মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে মৃতের মাথা ও মুখে আঘাত করা হয়েছে। দেহের পাশেই পড়ে রক্তমাখা টালির টুকরো। সম্ভবত ওই টালির টুকরো দিয়ে ব্যক্তিকে আঘাত করা হয়েছে বলে অনুমান করেন পুলিশকর্মীরা।


কে বা কারা জনবহুল ওই এলাকায় যুবককে খুন করে ফেলে রেখে গেল? তার উত্তর খুঁজতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি শম্ভু পোদ্দার ১ মহিলার সাথে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে জড়িত ছিলেন। এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তির সাথে মাঝে মাঝেই অশান্তি হত তাঁর প্রেমিকার। সেই অশান্তি জেরেই আক্রোশের বশে কী খুন হতে হল ব্যক্তিকে? তা জানতে মৃতের প্রেমিকার খোঁজ শুরু করে পুলিশ। দেখা যায়, ঘটনার পর থেকেই পলাতক মৃত ব্যক্তির প্রেমিকা। বুধবার তাকে অবশেষে আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জেরায় ওই ব্যক্তিকে খুন করার কথা মহিলা স্বীকার করেছে। তবে ওই ব্যক্তিকে খুনের পিছনে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *