
৬ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল জিডি বিড়লা স্কুলের দরজা। শুরু হল পঠনপাঠন। বৃহস্পতিবার সকালে সিনিয়র সেকশনে ক্লাস শুরু হয়। সকালে বইয়ের ব্যাগ কাঁধে হাসি মুখেই স্কুলে ঢুকতে দেখা যায় ছাত্রছাত্রীদের। স্কুলের অচলাবস্থা কেটে ক্লাস শুরুতে বেজায় খুশি তারা। খুশি অভিভাবকরাও। এদিন সিনিয়র সেকশন খুললেও জুনিয়র সেকশন খুলবে শুক্রবার।
স্কুলে ৪ বছরের এক শিশু ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভে গত শুক্রবার থেকেই স্তব্ধ ছিল স্কুলের পঠনপাঠন। স্কুল কর্তৃপক্ষ নোটিস ঝুলিয়ে জানিয়ে দিয়েছিল অচলাবস্থা না কাটলে তারাও স্কুল খুলবেন না। অবশেষে গত বুধবার অভিভাবকদের সঙ্গে বৈঠক হয় স্কুল কর্তৃপক্ষের। সেখানে অভিভাবকদের চাপে প্রিন্সিপালকে ছুটিতে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অন্যান্য দাবিও অনেকটাই মেনে নেওয়া হয়। তারপরই অভিভাবকরা আনন্দে ফেটে পড়েন। সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের আন্দোলনে নৈতিক জয়ের খুশি ভাগ করে নেন তাঁরা। অন্যদিকে সব মিটে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষও জানিয়ে দেন স্কুলের দরজা ফের খুলে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। সেইমত এদিন সকাল থেকে ফের শুরু হল জিডি বিড়লা স্কুলের স্বাভাবিক পঠনপাঠন।













