Kolkata

অভিভাবক-জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ বৈঠক মঙ্গলবার

জিডি বিড়লা স্কুলের সামনে বিক্ষোভের মাঝেই এদিন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললেন অভিভাবক ফোরামের একদল প্রতিনিধি। পরে তাঁরা স্কুলের সামনে ফিরে জানান, পুলিশের বড়কর্তাদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আগামী মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠক হবে। বৈঠকে স্কুল কর্তৃপক্ষের তরফে বিড়লা সংস্থার পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। থাকবেন রাজ্য শিক্ষা দফতরের প্রতিনিধিরা। সেইসঙ্গে পুলিশের তরফে একটি প্রতিনিধি দল থাকবেন। আর থাকবেন অভিভাবক ফোরামের প্রতিনিধিরা। এখানেই অভিভাবকদের তরফে যাবতীয় দাবি দাওয়া তুলে ধরা হবে।

ঠিক কি কি দাবি করা হবে তা পরিস্কার করে না জানানো হলেও অভিভাবকদের তরফে জানানো হয়েছে গত শুক্রবার থেকে যে সব দাবি তাঁরা জানিয়ে আসছিলেন সেই দাবিগুলি অবশ্যই থাকবে। এতদিন অভিভাবকদের সঙ্গে না বসার অবস্থান ধরে রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। এদিন অভিভাবকদের লাগাতার চাপের মুখে সেখান থেকে তারা সরতে বাধ্য হল। যদি বৈঠক ফলপ্রসূ হয় তাহলে বুধবার থেকে জিডি বিড়লা স্কুলের পঠনপাঠন স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেই আশাবাদী অভিভাবকরা। তবে তার আগে তাঁদের সন্তানদের সুরক্ষা সুনিশ্চিত করতে চাইছেন তাঁরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *