Kolkata

তাদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল খুলুন কর্তৃপক্ষ, দাবি ছাত্রীদের


জিডি বিড়লা স্কুলের সামনে সোমবার সকালেও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। স্কুল বন্ধের নোটিসের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তাঁরা। অবিলম্বে স্কুল খোলার দাবিতে সোচ্চার হন তাঁরা। অভিভাবকদের সঙ্গে এদিন হাজির হয় অনেক ছাত্রীও। তারাও স্কুল খোলার দাবি জানাতে থাকে। তাদের দাবি, স্কুলের এই পরীক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের ভবিষ্যতের কথা ভেবেও স্কুল খোলা হোক বলে দাবি করে তারা। যদিও এসবে স্কুল কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত থেকে নড়ানো যায়নি। স্কুলের তরফে জানিয়ে দেওয়া হয় যতক্ষণ না স্কুলের সামনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তাঁরা স্কুল খুলবেন না। যদি অভিভাবকরা সোমবার সরে যান তাহলে মঙ্গলবারই খুলে যাবে স্কুল। নতুবা স্কুল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।


যদিও স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে পাল্টা চাপের কৌশল হিসাবেই নিচ্ছেন অভিভাবকরা। তাঁদের দাবি, আন্দোলন ভেঙে দিয়ে বিষয়কে লঘু করতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলের যেমন ছিল অভিভাবকদের ভিড়, তেমনই ছিল যে কোনও অপ্রীতিকর অবস্থা এড়াতে চোখে পড়ার মত পুলিশি বন্দোবস্ত।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *