Kolkata

যাদবপুর-সুলেখা নতুন ব্রিজ, জানালেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম

যাদবপুর থেকে সুলেখা পর্যন্ত নতুন উড়ালপুল তৈরি হবে। তার জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ সম্পূর্ণ হয়েছে। টেন্ডারও ডাকা হয়েছে। নতুন উড়ালপুল তৈরি চলাকালীন মানুষের কিছু সমস্যা হবে ঠিকই, তবে ব্রিজ তৈরি হয়ে গেলে সেখানকার মানুষজনই উপকৃত হবেন। এদিন এমনই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, দক্ষিণাপনের সামনে থেকে ব্রিজটি উঠে সুলেখা পর্যন্ত যাবে। মোট ২ বছর সময় লাগবে ব্রিজটি তৈরি হতে।

ব্রিজ হবে ২ লেনের। এজন্য যেসব হকারকে সরে যেতে হবে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী। ব্রিজ তৈরি করতে গেলে রাস্তার অনেক গাছ কাটা পড়বে। সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, উন্নয়ন করতে গেলে কিছু গাছ কাটতে হতেই পারে। নাহলে তো গাছই থাকবে, উন্নয়ন হবে না। তিনি আরও বলেন, এখন আর গাছ কেটে ফেলা হয়না। কোনও গাছ উন্নয়নের স্বার্থে কাটতে হলেও তা সেখান থেকে তুলে অন্যত্র বসিয়ে দেওয়া হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button