বৃহস্পতিবার সকালে নিউ মার্কেট এলাকায় ছড়াল আগুন আতঙ্ক। কলকাতা পুরসভা সংলগ্ন আমিনিয়া রেস্তোরাঁর পাশে ফাস্ট ফুড হোটেলে আগুন লাগে। সকাল সাড়ে ১০টা নাগাদ রৌনক নামে ওই রেস্তোরাঁ থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তারপরই আগুন বার হতে দেখে দমকলে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪টি ইঞ্জিন।
এলপিজি সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল কর্মীরা। সকালের দিকে আশপাশের রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় লোকজন কম ছিল ঘটনাস্থলে। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন যখন প্রায় নিয়ন্ত্রণে সেই সময় ফের ২টি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পুরসভার কর্মীরাও রাস্তায় নেমে আগুন নেভানোর কাজে সাহায্য করেন। দুপুরের দিকে অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল। কিভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।