Kolkata

গঙ্গার ধারের গুদামে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণ

আর্মেনিয়ান ঘাট সংলগ্ন গঙ্গাপারে পোর্ট ট্রাস্টের লিজ দেওয়া একটি গুদামে মঙ্গলবার রাতে আচমকা আগুন লেগে যায়। আগুন লাগে রাত ৮টা নাগাদ। আগুনের লেলিহান শিখা দ্রুত বিধ্বংসী চেহারা নেয়। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। যদিও পাশে গঙ্গা হওয়ায় হাওয়া এতটাই বইছিল যে আগুন দ্রুত আগ্রাসী রূপ নেয়। দাউদাউ করে জ্বলতে থাকে গঙ্গার ধারের এই গুদাম ও গুদাম সংলগ্ন এলাকা। কয়েক হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দমকল সবরকম চেষ্টা চালালেও গুদামে দাহ্য পদার্থ ঠাসা থাকায় আগুনে লাগাম দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। গুদামের মধ্যে অনেকগুলি ডিজেলের ব্যারেল রাখা ছিল বলেই জানতে পারে দমকল। ছিল রাসায়নিকও। সেগুলিতে বিস্ফোরণ হওয়ায় মাঝেমধ্যেই আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উঠছিল। কালো ধোঁয়ার ভয়ংকর কুণ্ডলীতে ছেয়ে যাচ্ছিল চারপাশ। যা থেকে দমকলের প্রাথমিক অনুমান ডিজেল জাতীয় কো‌নও পদার্থে আগুন লেগেই এই অগ্নিকাণ্ড। তবে সেটা প্রাথমিক অনুমান মাত্র। তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। দমকলমন্ত্রী জানান, এই গুদামে ফেরি সার্ভিসের জন্য প্রয়োজনীয় ডিজেল মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়েছে। যদি কোনও বেআইনি কিছু গুদামকে ঘিরে খুঁজে পাওয়া যায় বা গুদামের সঠিক লাইসেন্স ছিল না বলে জানা যায় তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে গুদামের আগুন যত সময় গড়িয়েছে ততই ধ্বংসাত্মক চেহারা নিয়েছে। আগুন নেভাতে দমকলের তরফে ছোট পাম্প এনে গঙ্গা থেকে জল দেওয়ার বন্দোবস্ত করা হয়। ঘটনাস্থলে হাজির হন পুলিশের বড়কর্তারা। আগুনের জেরে স্ট্র্যান্ড রোডে যান চলাচল বিঘ্নিত হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *