Kolkata

বেকবাগানে রুটি কিনতে এসে বচসা, চলল ছুরি, ব্লেড

সোমবার রাত ১১টা। আব্দুল জাফর নামে এক ব্যক্তি রুটি কিনতে এসেছিল বেকবাগান এলাকার একটি হোটেলে। হোটেল কর্মী মহম্মদ তাকে জানান হোটেলের নিয়ম অনুযায়ী প্রথমে ক্যাশ কাউন্টারে যেতে হবে। সেখানে টাকা মিটিয়ে নির্দিষ্ট বিল নিয়ে এলে রুটি দিয়ে দেওয়া হবে। অভিযোগ, সেই নিয়ম মানতে রাজি হয়নি আব্দুল জাফর। উল্টে শুরু করে ঝামেলা। প্রথমে গালিগালাজের পর আচমকাই পকেট থেকে ছুরি বার করে চালিয়ে দেয় হোটেলকর্মীর গালে। শুধু তাই নয়, কাছে থাকা ব্লেড বার করেও ওই হোটেল কর্মীকে ক্ষতবিক্ষত করে সে।

রক্তাক্ত অবস্থায় ওই হোটেল কর্মীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হোটেলকর্মীদের দাবি, ওই ব্যক্তি এলাকায় পরিচিত মুখ। চুরি, ছিনতাই, বাসে ট্রামে পকেটমারি করাই তার পেশা। পুলিশ অভিযুক্ত আব্দুল জাফরকে গ্রেফতার করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *