Kolkata

ছাত্রদের হস্টেলের পাশেই থাকতে চেয়ে ছাত্রীদের বিক্ষোভ, উত্তাল এসআরএফটিআই

মঙ্গলবার সকাল থেকেই সরগরম সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট বা এসআরএফটিআই ক্যাম্পাস। বাইপাস লাগোয়া এই ক্যাম্পাসে এতদিন একটি হস্টেলের একদিকে ছাত্ররা ও অন্যদিকে ছাত্রীরা থাকতেন। এখন নতুন হস্টেল তৈরি হওয়ায় ছাত্র ও ছাত্রীদের হস্টেল একেবারে আলাদা করে দিতে চাইছেন কর্তৃপক্ষ। যা মানতে নারাজ ছাত্রীরা। কার্যত প্রায় ছাত্রদের হস্টেলের সঙ্গেই এতদিন থাকার পর তাঁরা আর অন্যত্র যেতে রাজি নন বলে জানিয়ে প্রতিবাদে সোচ্চার হন ছাত্রীদের একাংশ। তার জেরে কর্তৃপক্ষ কড়া অবস্থান নেন। ১৪ জন ছাত্রীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। এরপরই এদিন ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।

ক্যাম্পাসের মধ্যেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। বন্ধ হয়ে যায় ক্লাস। অবস্থা সামাল দিতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠকও হয়। কিন্তু সমাধানসূত্র অধরাই থাকে। ফলে ছাত্রছাত্রীরাও নিজেদের জায়গায় অনড়। অন্যদিকে কর্তৃপক্ষও নিজেদের অবস্থান থেকে নড়েননি। যার জেরে আপাত অচলাবস্থা বজায় রইল এসআরএফটিআই-তে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *