Kolkata

কাকভেজা ভিজে চেনা জলছবি আঁকল রাতের কলকাতা

শুরু হয়েছিল মেঘের গর্জন দিয়ে। জানান দিচ্ছিল সে আসছে। সোমবার সন্ধে নামতে এসেও পড়ল। প্রথম দিকে ২-৩ মিনিট ঝেড়ে বৃষ্টি হওয়ার পর থেমেও যাচ্ছিল। কিন্তু ঘড়ির কাঁটা ৯টা পার করতে তেজ বাড়ল। বাড়তেই থাকল। প্রবল বৃষ্টিতে তখন কাকভেজা ভিজছে রাতের কলকাতা। মধ্যরাতে কছুটা লাগাম দিলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভোর ৪টে থেকে ফের তুমুল বৃষ্টি নামে শহরে। যা স্থায়ী হয় আলো ফোটা অবধি। ৬টার পর দাপট কমলেও ঝিরঝিরে বৃষ্টি চলেছে বেলা পর্যন্ত। আবহাওয়া দফতর জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১০৬ মিলিমিটার।

আর তার জেরেই শহরের চেনা জলছবিটা ফের একবার সামনে এসে পড়ল। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, গোয়াবাগান, মুক্তারামবাবু স্ট্রিট, নারকেলডাঙা মেন রোড, কাঁকুড়গাছি, বাগমারি, থেকে দক্ষিণে বালিগঞ্জ, যোধপুরপার্ক সহ বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায়। কোথাও হাঁটু সমান তো কোথাও গোড়ালির ওপরে জল। কলকাতা পুরসভা পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টায় ত্রুটি করেনি। তবে জল নামতে সময় নিয়েছে। এদিকে কলকাতার দুই প্রান্তের জলছবিটাও ছিল একই রকম। বেহালার বেহাল দশা এদিনও সকালে নজর কেড়েছে। অনেক জায়গাই জলের তলায়। একই ছবি বি টি রোডের অনেকাংশে। এছাড়া বানভাসি বরানগর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমায় সাধারণ মানুষ রাস্তায় বার হতে পেরেছেন। কাজে যেতে পেরেছেন। স্কুলে পৌঁছেছে ছাত্রছাত্রীরা। অনেক স্কুলে পরীক্ষা থাকায় সকালের দিকে অভিভাবকদের মাথায় হাত পড়লেও সমস্যা তেমন হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টি। তবে মঙ্গলবার দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *