Kolkata

এবার ভুয়ো অভিযোগে গ্রেফতার কোঠারির চিকিৎসক

ভুয়ো চিকিৎসকের জাল যে কত গভীরে তার প্রমাণ প্রতিদিনই মিলছে। কলকাতার অলিগলিতে যে কত এমন চিকিৎসককে আমরা ধন্বন্তরি বলে বিশ্বাস করছি তাও জানান নেই‍! কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে ছড়ানো এই ভুয়ো চিকিৎসক দলের আরও এক সদস্যকে গ্রেফতার করল সিআইডি। শনিবার রাতে অজয় তিওয়ারি নামে ওই ভুয়ো চিকিৎসককে তার কার্ল মার্কস সরণির বাড়ি থেকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। ১৯৯৬ সাল থেকে কোনও ডিগ্রি ছাড়াই চুটিয়ে প্র্যাকটিস করে চলেছে অজয় তিওয়ারি। চিকিৎসক হিসাবে নিজের ডিসপেনসারি ছাড়াও বসত শহরের অন্যতম সেরা হাসপাতাল কোঠারি মেডিক্যালে। ২০ বছর ধরে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করেছে। প্রেসক্রিপশনে এমবিবিএস ডিগ্রি ব্যবহার করেছে। নিজেকে গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট হিসাবে পরিচয়ও দিত অজয়। সিআইডি সূত্রের খবর, জেরার মুখে অজয় তিওয়ারি স্বীকার করেছে যে সে বি.কম পাস। পাইলটের প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু পাইলট হওয়ার চেয়ে ডাক্তারিতে পয়সা অনেক বেশি। তাই ডাক্তারি করত। নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক বলে দাবি করলেও সিআইডি সেকথা মানতে নারাজ। এদিন অজয় তিওয়ারিকে বিধাননগর আদালতে পেশ করে সিআইডি।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *