যাদবপুরের আজাদগড়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা দেহ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। স্বামী মারা যাওরার পর থেকেই তিনি ওই ফ্ল্যাটে একা। আত্মীয় পরিজনের সঙ্গেও বড় একটা যোগাযোগ রাখতেন না। বৃদ্ধাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মৃতদেহের গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে খবর পুলিশ সূত্রে। সম্পত্তির লোভ না নিছক লুঠের উদ্দেশ্যে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানা। ঘটনার খবর পাওয়ার পর সেখানে হাজির হন হোমিসাইড শাখার আধিকারিকরা। বৃদ্ধার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।