বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। নিহত মাওবাদী নেতা কিষেণজি ঘণিষ্ট দুই মাও নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, মধ্য কলকাতার গোপন ডেরা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনদিন আগেই তারা কলকাতায় আসে। পুলিশের কাছে গোপন সূত্রে সে খবর ছিল। তারপরই তাদের পরিকল্পনা করেই গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। মাওনেতা বিকাশ ও তার স্ত্রী তারা রাজ্যের বাইরেই ছিল। কিন্তু কেন তারা আচমকা কলকাতায় এল তা খতিয়ে দেখেছে পুলিশ। আগামী ৪ এপ্রিল জঙ্গলমহলে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই কেন তারা রাজ্যে ঢুকল তাও জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা বা রাজ্যের অন্যত্র আর কোনও মাও নেতা লুকিয়ে আছে কিনা তাও খুঁজে দেখছে পুলিশ।