Kolkata

অ্যাপোলোর কাছে সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ

ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর পর অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন তাঁর স্ত্রী রুবি রায়। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের প্রয়োজনে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সঞ্জয় রায় যে সময়কালে হাসপাতালে ভর্তি ছিলেন সেই পুরো সময়ে তাঁর চিকিৎসার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল ফুলবাগান থানার পুলিশ। চেয়ে পাঠানো হয়েছে সঞ্জয় রায়ের চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স এমনকি ট্রলি বয়দের নামও। এদিকে সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে আলাদা করে তদন্ত করে দেখছে রাজ্য স্বাস্থ্য দফতর। অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষদের ডেকে জিজ্ঞাসাবাদ বা কাগজপত্র চেয়ে পাঠানোর পর এদিন মৃত সঞ্জয় রায়ের স্ত্রী সহ পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। সেখানে তাঁদের কাছে সঞ্জয়বাবু অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকাকালীন খুঁটিনাটি বিষয় জানতে চাওয়া হয়।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *