Kolkata

রাহুল সিনহাকে ঘুষ দেওয়ার চেষ্টা, ধৃত ২ পুলিশকর্মী

Rahul Sinhaদলীয় কার্যালয়ে গিয়ে তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে। দু’জন গিয়ে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দিতে চেয়েছিলেন। বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারে সুবিধা করে দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছিলেন তাঁরা। ঘুষ দিতে চাওয়ায় তাঁদের কলার ধরে থাপ্পড়ও মারেন তিনি। এদিন এমনই দাবি করলেন জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী রাহুল সিনহা। স্টিং কাণ্ডে বিজেপি সরব। তাই পাল্টা স্টিং অপারেশন করে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করতে চেয়েছিল তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন রাহুল সিনহা। সাংবাদিক বৈঠকে রাহুলবাবু এদিন আরও দাবি করেন যে কলকাতা পোর্টের চেয়ারম্যান রাজপাল সিং কাঁহালোকেও হয়ত এমনই কোনও মিথ্যা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তাঁর দাবি, এদিন প্রথমে তাঁর বাড়িতে যান দুই ব্যক্তি। সেখানে তাঁর পিএ-র সঙ্গে কথা বলেন তাঁরা। তিনি ওঁদের দলীয় কার্যালয়ে দেখা করতে বলেন। সেইমত এদিন দুপুরে বিজেপি পার্টি অফিসে রাহুল সিনহার সঙ্গে দেখা করে তাঁরা ঘুষের প্রস্তাব দেন। রাহুলবাবুর আরও দাবি, প্রতিবাদ করলেও ওই দু’জন যে পুলিশের লোক তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। তাঁদের কার্যালয়ে আটকে রেখে জোড়াসাঁকো থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে। পরে জানা যায় এঁরা দুজনই পুলিশকর্মী। ধৃত শুভাশিস রায়চৌধুরী এএসআই পদে রয়েছেন। আমিনুল রহমান কনস্টেবল। এঁদের দু’জনকেই সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই ঘটনার কথা তিনি নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন রাহুল সিনহা। অন্যদিকে এদিনের ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, সব ভালো ওদের আর সব খারাপ তৃণমূলের?


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *