Kolkata
আত্মসমর্পণ করেই জামিন সোহরাবের

ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করলেন মহম্মদ সোহরাব। রেড রোড কাণ্ডে এদিন আত্মসমর্পণ করেন তিনি। এদিন সোহরাব নিজেই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের কথা জানান। যদিও আত্মসমর্পণের পরেই তাঁদের মক্কেলের জামিনের আর্জি জানান সোহরাবের আইনজীবীরা। মঞ্জুর হয় জামিন। দেড় হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সোহরাব। রেড রোড কাণ্ডের পর থেকেই মহম্মদ সোহরাবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও এদিন সোহরাব দাবি করেন তিনি কোথাও যাননি, ছিলেন এই শহরেই।