Kolkata
এন্টালিতে গুলি, আহত ব্যবসায়ী
ফের এন্টালিতে গুলি। এন্টালির কাবারডাঙার পটারি রোডে শুক্রবার রাতে রাস্তার ওপর গুলি করা হয় স্থানীয় এক ব্যবসায়ীকে। তাঁর পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় পাত্র সহ ৩ জন দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ। পুরানো শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। উঠে এসেছে সিন্ডিকেট তত্ত্বও। তবে ঠিক কেন এই গুলি চালনার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। এদিকে ফের এন্টালিতে দুষ্কৃতী তাণ্ডবের জেরে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।