Kolkata

চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপট

অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস। সকাল থেকে মেঘ রোদের খেলা চলার পর বিকেল নামতেই কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। বিকেল ৫টা নাগাদই অকাল অন্ধকার নেমে আসে শহরে। জ্বলে উঠে বাতিস্তম্ভ। আর ঝিরঝির করে শুরু হল বৃষ্টি। কিছুক্ষণের অপেক্ষা। তারপরই প্রবল বৃষ্টিতে কলকাতার জলছবিটা মন্দ লাগছিল না। সঙ্গে ঠান্ডা ঝোড়ো হাওয়া পরিবেশটাই বদলে দিচ্ছিল। আধঘণ্টার টানা বৃষ্টিতে শহরের অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। এদিকে প্রবল বৃষ্টিতে পথ চলতি মানুষ এদিন বেশ সমস্যায় পড়েন। শনিবাসরীয় বিকেলে ভারত-পাক ম্যাচের ঠিক আগেই বৃষ্টি ধোয়া শহরে সমস্যায় পড়েন ইডেনমুখী জনতা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button