Kolkata

জেশপে আগুন, ষড়যন্ত্রের অভিযোগ, তদন্তে সিআইডি

জেশপে আগুন কোনও দুর্ঘটনা নয়। সম্ভবত মালিকপক্ষই জেশপের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে জেশপের ভেতরে থাকা মালপত্র সরানোর চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতে জেশপে আগুন লাগার খবর পেয়ে সেখানে হাজির হয়ে এমনই ইঙ্গিত দিলেন স্বয়ং দমকলমন্ত্রী। শোভনবাবু সাফ জানান পুলিশকে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছেন। এই একই অভিযোগ করছেন জেশপের কর্মীদের সিংহভাগ। তাঁদেরও বক্তব্য রাতের অন্ধকারে জেশপের যন্ত্রাংশ থেকে বিভিন্ন জিনিসপত্র লোপাট হচ্ছে। দিনের পর দিন এই ঘটনা ঘটছে।

জেশপের বর্তমান মালিক পবন রুইয়া গোষ্ঠীর মদতেই এসব হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য আগুন লাগছে না, গেট ফাঁকা করতে তা লাগান হচ্ছে। নবমীর রাতের পর সোমবার ফের আগুন যে প্রশাসন ভাল চেখে নিচ্ছে না তা রাতেই পরিস্কার করে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারই হাতে নাতে ফল মিলেছে মঙ্গলবার। জেশপে অগ্নিকাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। এদিন বেলায় জেশপ কারখানা চত্বর ঘুরেও দেখেন সিআইডি আধিকারিকরা। এছাড়া ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *