Kolkata

অবিশ্রান্ত বৃষ্টিতে থমকে গেল শহর

সকালে সেভাবে বোঝা না গেলেও বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায় আকাশ। নামে বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু পরে ফের রোদের আভায় ভেজা শহর শুকোতে শুরু করে। কিন্তু দুপুর থেকে বিকেল গড়াতেই ফের আকাশের মুখ ভার করে নামে প্রবল বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে ক্রমশ অচল হতে থাকে শহর। অফিস ছুটির মুখে এমন অবিশ্রান্ত বর্ষণে কপালে ভাঁজ পড়ে শহরবাসীর। অধিকাংশ রাস্তাই ততক্ষণে জলের তলায় চলে গেছে। কিন্তু বৃষ্টি থামার নাম নেই। এই অবস্থায় বাড়ি পৌঁছনো নিয়েই চিন্তায় পড়ে যায় সকলে। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গভীর হয়েছে, সেকথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। প্রবল বৃষ্টির পূর্বাভাসও দেওয়া ছিল। কিন্তু তা যে সপ্তাহের শুরুর দিনেই এমন ভয়ংকর চেহারা নেবে তা বুঝতে পারেননি অনেকেই। রাস্তায় রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহনের গতিও শ্লথ হয়ে পড়ে। সন্ধের মুখে থমকে যায় শহরের জনজীবন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *