
রাজ্যের মেডিক্যাল জয়েন্টের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। এবার প্রথম দশ সফল পরীক্ষার্থীর ৩ জনই সল্টলেকের। প্রথম দশজনের মধ্যে ৯ জন ছাত্র, ১ জন ছাত্রী। ৪ জন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র। ৪ জন আইএসসি বোর্ডের ছাত্র। বাকি ২ জন সিবিএসইর ছাত্র। প্রথম স্থান পেয়েছেন সল্টলেকের অরবিন্দ ইন্সটিটিউশনের ছাত্র চন্দ্রচূড় মণ্ডল। দ্বিতীয় স্থান পেয়েছেন পালস অফ গড হিন্দমোটর স্কুলের ছাত্র উত্তরপাড়ার বাসিন্দা অনুরূপ মুখোপাধ্যায়। তৃতীয় স্থান পেয়েছেন সল্টলেকের সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র। চতুর্থ হয়েছেন দমদমের দ্বৈপায়ন চট্টোপাধ্যায়। পঞ্চম স্থান পেয়েছেন বহরমপুরের সৌম্যদীপ রায়। ষষ্ঠ স্থানে রয়েছেন সল্টলেকের অনির্বাণ দে। সপ্তম স্থান পেয়েছেন প্রথম দশে থাকা একমাত্র ছাত্রী তিয়াসা পাল। তিয়াসা অগজেলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী। অষ্টম স্থান পেয়েছেন বালুরঘাটের স্বর্ণাভ নন্দী। নবম হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সৈকত শ। দশম স্থানে রয়েছেন খড়দহের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অরিক ভট্টাচার্য। এবার মেডিক্যাল জয়েন্টে বসার জন্য আবেদন জানিয়েছিলেন ৭৫ হাজার, ৮৬২ জন। যারমধ্যে ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী গত ২০ জুলাই পরীক্ষায় বসেন। পরীক্ষায় সফল হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। যারমধ্যে ২৭ শতাংশ ছাত্রী। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মবিধি মেনে জেনারেলদের মধ্যে যাঁরা ৫০ শতাংশ নম্বর পেয়েছেন তাঁরা সফলদের তালিকায় জায়গা পেয়েছেন। এসসি, এসটি, ওবিসি পরীক্ষার্থীদের যাঁরা ৪০ শতাংশ নম্বর পেয়েছেন তাঁরা উত্তীর্ণ হয়েছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশনামা মেনে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যাঁরা ৪৫ শতাংশ নম্বর করতে পেরেছেন তাঁরা উত্তীর্ণদের তালিকায় জায়গা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টোর পর থেকে ফলাফল www.exametc.com, www.examresults.net, www.indiaresults.com, www.westbengaleducation.net ওয়েবসাইটগুলিতে দেখতে পাওয়া যাবে। শুক্রবার থেকে ব়্যাঙ্ক কার্ড সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা।