Kolkata

বউবাজারের ঘিঞ্জি এলাকায় আগুন, আতঙ্ক


ঘিঞ্জি এলাকার বহুতলে আগুন লেগে আতঙ্ক ছড়াল বউবাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, শনিবার বেলা সাড়ে ৯টা নাগাদ ২৭ নং ওয়েস্টন স্ট্রিটের একটি পুরানো বহুতলের মিটারে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে দোতলা ও তিনতলায়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। বাড়িতে বেশ কিছু পরিবার ও গুদামঘর রয়েছে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় বাসিন্দাদের ভেতর আতঙ্ক ছড়ায়।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *