Kolkata

ছাত্রীর কানে চড়, সাসপেন্ড দিদিমণি

পরীক্ষার খাতার রোল নম্বরটা পুরোটা লিখতে ভুলে গিয়েছিল ছাত্রীটি। সেই অপরাধে তার কানে সজোরে থাপ্পড় কষানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। চড়ে দমদমের সেন্ট স্টিফেন্স স্কুলের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর কানে বড়সড় চোট লেগেছে। পরিবারের দাবি, তার কান থেকে রক্তও পড়ে। খাবার খেলে প্রথম দিকে বমি করে ফেলছিল সে। সবচেয়ে বড় সমস্যা হল পেয়ে বসা আতঙ্ক। ছোট্ট মেয়েটা এতটাই আতঙ্কিত যে বাড়িতেও কুঁকড়ে রয়েছে সে। ঘটনাটি ঘটে গত বুধবার। বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ অভিভাবকরা দমদম থানায় ওই অঙ্কের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্কুলেও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি স্কুল। তবে দুপুরের দিকে অবস্থা ক্রমশ জটিল আকার নেওয়ায় ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে স্কুল কর্তৃপক্ষ। শাসনের নামে এমন লঘু পাপে গুরুদণ্ডকে কোনওভাবেই ভাল চোখে নিচ্ছেন না সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। ছাত্রীর চিকিৎসা চলছে। সূত্রের খবর, পিউশপ্রতীক মালাকার নামে ওই শিক্ষিকা মাত্র ৩ মাস হল সেন্ট স্টিফেন্স স্কুলে কর্মরতা। ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *