
একবালপুরের ১টি গেস্টহাউস থেকে উদ্ধার হল ১ মহিলার ঝুলন্ত দেহ। মহিলার গলায় কালশিটের দাগ ছিল। পুলিশ সূত্রের খবর, রবিবার বেলা ১টা নাগাদ ওই গেস্টহাউসে দিলীপ হালদার নামে ১ ব্যক্তির সঙ্গে এসে ওঠেন ওই মহিলা। নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গেস্ট হাউসে ওঠেন তাঁরা। রবিবার রাতে তাঁদের ঘরে তালা ঝুলতে দেখেন গেস্টহাউসের কর্মীরা। সন্দেহ হওয়ায় জানলা দিয়ে তাঁরা উঁকি দিয়ে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে ওই মহিলার দেহ। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। সঙ্গী দিলীপ হালদার পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মহিলার গলায় কালশিটের দাগ রয়েছে। তবে এটা খুন না আত্মহত্যা তা পুলিশের কাছে পরিস্কার নয়। ময়না তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হতে পারবে পুলিশ।